রাশিয়া উত্তর কোরিয়া থেকে অস্ত্র কিনছে | North Korea-Russia new Deal

রাশিয়া উত্তর কোরিয়া থেকে অস্ত্র কিনছে | 

North Korea-Russia new Deal

রাশিয়া উত্তর কোরিয়া থেকে অস্ত্র কিনছে


বাংলায় একটি কথা আছে, কারো সর্বনাশ আবার কারো পৌষ মাস ।

ঠিক এমনি একটি ঘটনা ঘটলো । ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ।

কিং জম উনের দেশ উত্তর কোরিয়াও শেষ পর্যন্ত ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফায়দা লুটছে ।

আল-জাজিজার একটি প্রতিবেদন থেকে জানা যায় , ,

রাশিয়া উত্তর কোরিয়া থেকে লক্ষাধিক আর্টিলারি শেল এবং রকেট ওয়েপন্স ক্রয় করছে ।

 “The New York Times” এ বিষয়ে সর্বপ্রথম তথ্য প্রকাশ করে । যা আমেরিকার গোয়েন্দা সংস্থা থেকে সংগৃহীত ।

“The New York Times” জানায় , উত্তর কোরিয়া থেকে অস্ত্র কেনার বিষয়ে রাশিয়া কোনো তথ্য স্পষ্ট করে জানায়নি । 

স্বল্প পাল্লার রকেট এবং আর্টিলারি শেল ক্রয়ের পাশাপাশি অদুর ভবিষ্যতে উত্তর কোরিয়া থেকে আরও অস্ত্র এবং সরঞ্জাম কেনার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া ।

এখানে একটি বিষয় লক্ষ্য করলে বোঝা যায় , , ,

 যে উত্তর কোরিয়ার মতো দেশ যে পারমানবিক অস্ত্রের পরিক্ষা নিরীক্ষা চালানোর জন্য এবং নিয়মিত নতুন নতুন পারমানবিক মিসাইল তৈরি করার জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ।

শেষ পর্যন্ত উপায় না পেয়ে রাশিয়া সেই উত্তর কোরিয়া থেকে অস্ত্র কিনছে ।

আরোও ঃ

যা স্পষ্টতোই প্রকাশ করে যে, রাশিয়া অস্ত্র সংকটে পড়েছে । এছাড়াও তারা ইরানের থেকে ড্রোন ক্রয় করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র ।

নানা ধরনের নিষেধাজ্ঞার কবলে পড়ে রাশিয়া কিছুটা চাপের মুখে আছে , যার দরুন এরকম কিছু ছোট দেশের কাছে থেকেও সাহাজ্য নিতে হচ্ছে রাশিয়া কে ।

রশিয়া কি তবে সত্যিই অস্ত্রের সংকটে পড়েছে? আপনার কি মনে হয় ? আপনার মুল্যবান মতামত টি কমেন্ট করে জানাতে ভুলবেন না । ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করেননি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

টেক আসমাউল ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url